উখিয়ায় পথ হারিয়ে লোকালয়ে হাতি

উখিয়া সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের কাছে দিনেদুপুরে এক বন্যহাতির দেখা মিলেছে। হাতিটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালের দিকে থাইংখালী গাইনিখোলা এলাকায় ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে হাতিটি দেখতে পায় স্থানীয় ও রোহিঙ্গারা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে পাহাড়ে একটি হাতি ঘুরাঘুরি করতে দেখা গেছে। এ সময় আর কোনো সঙ্গী তার সাথে দেখতে পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, সোমবার রাতে পাঁচ-ছয়টি বন্যহাতির একটি দল লোকালয়ের কাছাকাছি স্থানে ঘুরতে এসেছিল। এর মধ্যে একটি হাতি দলচ্যুত হয়ে থেকে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও স্থানীয় চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীসহ বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বন্য হাতিটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে। সম্ভবত রাতে তারা একদলে ছিল। লোকালয়ে আসা হাতিটি দলচ্যুত হয়েছে বলে মনে হয়েছে। আমরা ঘটনাস্থলে থেকে হাতিটিকে তার আবাসস্থলে ফেরানোর চেষ্টা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.