উখিয়ায় দুই কিশোরের হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত দুইজন আটক

উখিয়া সংবাদদাতাঃ
উখিয়ার থাইংখালী হাকিমপাড়া গ্রামে হাত-পা বেঁধে দুই কিশোরকে বর্বর নির্যাতনে জড়িত মো. জাহাঙ্গীর ও আব্দুস সালামকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ জুলাই) ভোর রাতে এবং দিনে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়৷
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোর্শেদ জানান, স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আদালতে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৪ জুলাই বিকালে নির্যাতনের ভিডিওটি স্থানীয় অনলাইন মিডিয়া,এবং স্থানীয় দৈনিক, জাতীয় পত্রিকা ও মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হতে থাকে।
এক পর্যায়ে ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিতে আসে।
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এ ভিডিওসহ লিংকটি উখিয়া থানার ওসি আহামেদ সনজুর মোরশেদকে পাঠিয়ে আসামিদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতার আনার জন্য নির্দেশনা প্রদান করে।
একই সাথে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদকে বিষয়টি তদারকির জন্য বলা হয়।
বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর নির্দেশনা মতে উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদের নেতৃত্বে উখিয়া থানার একটি টিম তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি উখিয়া একইসাথে সাদা পোশাকে অপর একটি টিমকে নিয়োজিত করেন। এই টিম দুর্গম পাহাড়ি এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৮ জুলাই রবিবার আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমকে আটক করতে সক্ষম হয়৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.