উখিয়ায় তুরস্কের ৪ নাগরিক ড্রোনসহ আটক, মুচলেকায় মুক্ত
ওয়ান নিউজঃ উখিয়ায় তুরস্কের ৪ নাগরিককে ড্রোনসহ আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বুধবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে ড্রোন উড়ানোর সময় তাদের আটক করা হয়। পরে এ জন্য ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, ড্রোন উড়িয়ে চিত্র ধারণ করার সময় জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে তুরস্কের ৪ নাগরিককে আটক করা হয়। এ সময় ড্রোনসহ তাদের আটক করা হয়। পরে এ জন্য ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ড্রোনগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
বিদেশি এই নাগরিকদের ভিসার মেয়াদ শেষে স্বদেশে চলে যাওয়ার সময় ড্রোনটি ফেরত দেয়া হবে। তবে আটকদের পরিচয় জানাতে রাজি হননি তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.