উখিয়ায় উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিনঃ বৌদ্ধ সমাবেশে সাংসদ বদি
ওয়ান নিউজঃ ককসবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি ধর্ম যার যার উৎসব সবার। বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য কাজ করে যাচ্ছে। আগামী ২০২১সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত হবে। এখন সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবীকরেন। ককসবাজার-টেকনাফ সড়কের ব্রিজ সমূহের কাজ এ্ সরকারের আমলে হয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে আগাম নৌকা মার্কায় ভোট চান। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং বিশুদ্ধ র্দশন ভাবনা কুঠিরে দিন ব্যাপী‘ ধমীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। উক্ত ধর্মীয় অনুষ্টানে সভাপতি ছিলেন বাংলাদেশী বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা একুশে পদকপ্রাপ্ত ও রামু কেন্দ্রীয় সাীমা বিহারের অধ্যক্ষ সত্য প্রিয় মহাথের। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া। এরপর একক সদ্ধর্ম দেশনা দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা বৌদ্ধ শাসনের আলোকর্বতিকা খ্যাত পূণ্যপুরুষ ধূতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ স্থবির। ভাবনা কেন্দ্রের জন্য ৫লাখ টাকা অনুদান দেন ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.