উখিয়াতে বালু তুলতে গিয়ে বন বিভাগের হাতে ড্রেজার মেশিন জব্দ

মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজারের উখিয়াতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ও প্রায় ৫শত ফুট লম্বা পাইপ জব্দ করেছে উখিয়া রেঞ্জ।
রবিবার (৩১ জুলাই)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের হরিণমারা এলাকায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে উখিয়া রেঞ্জের দোছড়ি এলাকায় কিছু বালুখেকো সম্প্রতি নদী থেকে বালু তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এমন খবর পেয়ে অভিযান পরিচালনা কওে সত্যতা মিলে এবং বালু তুলার মেশিন ও পাইপ জব্দ করা হয় ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, বন ও পরিবেশ রক্ষায় আমরা সজাগ থেকে কাজ করে যাচ্ছি। ঠিক সেই মুহুর্তে খবর আসে দোছড়িতে বালু উত্তোলন করা হচ্ছে।বিকালের দিকে আমি আমার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করি।
কারা এই বালু উত্তোলনের সাথে জড়িত তাদের খোজ নেওয়া হচ্ছে। শীগ্রই তাদের খুজে বের করে আইনের আওতায় আনবো ।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সওয়ার আলম জানান, বন রক্ষায় আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি টিম সজাগ থেকে কাজ করছে বন ও পরিবেশ যারা ধ্বংস করবে তাদের ছাড় নেই।
অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন দোছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র হালদার , সিপিজি সমস্য ও ভিলেজারগণ।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.