উখিয়াতে বনবিভাগের অভিযানে মাটিভর্তি গাড়ি আটক

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে পাহাড়ের মাটিভর্তি একটি ডাম্পার ট্রাক আটক করেছে উখিয়া বন বিভাগ।সোমবার (২৮ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বনবিভাগ অভিযান চালিয়ে মাটিভর্তি ডাম্পার ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালংয়ের জাদিমুড়া এলাকা থেকে স্থানীয় মেম্বার সালাউদ্দিনের সহযোগিতায় মাটিভর্তি একটি ডাম্প ট্রাক গাড়ি আটক করি। বর্তমানে আটককৃত গাড়িটি বন মামলায় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.