ইমরান হোসেনঃ
উখিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেশন বিতরণ উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে ।বুধবার (২৬ শে অক্টোবর) দুপুর ১২ টায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রামু উপজেলা শিক্ষা অফিসার জনাব গুলশান আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
উখিয়া উপজেলার ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সাড়ে ১৪ কেজি চাল, ৪ কেজি ২০০ গ্রাম ডাল এবং ২লিটার তেল ডাব্লিউ এফপি এর সহযোগিতায় রিক এনজিও এর মাধ্যমেঊ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। তারই ধারাবাহিকতায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৯৬৩ জনকে বিতরন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ইমরান হোসেন সজিব , উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ , ডব্লিউপির কর্মকর্তা ও রিগ এনজিওর কর্মকর্তা সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইমরান হোসেন সজীব বলেন, ডব্লিউপি এই কর্মসূচিকে অভিনন্দন জানাই এবং উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলমান থাকবে। কোন শিক্ষার্থী যাতে এই রেশন থেকে বাদ না পড়ে সেদিকে স্কুলের শিক্ষকদের নজর রাখতে বলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.