ঈর্ষণীয় জনপ্রিয়তা সুরঞ্জিতের

ওয়ান নিউজ ডেক্সঃ ফুলেল শ্রদ্ধা আর ভালবাসায় বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ বিদায় জানিয়েছে সিলেটবাসী। আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

শহীদ মিনার প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে কফিন রাখা হলে অন্তত অর্ধলক্ষাধিক রাজনৈতিক সহকর্মী, ভক্ত-অনুরাগী ফুলে ফুলে শেষবারের মতো তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানান। পরে দুপুর ১২টায় তার লাশবাহি গাড়ি গ্রামের বাড়ি সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্তের লাশবাহী হেলিকপ্টার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। ১০টা ৫৮ মিনিটে লাশবাহী অ্যাম্বুলেন্স শহীদ মিনারে প্রবেশ করে।

দলমত নির্বিশেষে সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের তার মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় স্মৃতিচারণ।

পরে তার লাশবাহী মরদেহ নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয় সেখানে বেলা ১টায় এবং বিকেল ৩টায় দিরাই উপজেলার নিজ গ্রামে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে দিরাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.