ঈদ সামগ্রী পেল ১০০ সিকিউরিটি গার্ড

সংবাদ বিজ্ঞপ্তিঃ
১০০ জন সিকিউরিটি গার্ডকে লায়ন্স ক্লাবের পক্ষে নিজ তহবিল থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন ক্লাব সার্ভিস ডিরেক্টর বেস্ট লায়ন মোঃসরওয়ার রোমন।
এ সময় উপস্থিত ছিলেন- ক্লাবের ১ম ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাহেদ সালাহউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট বসিরুজ্জামান সুজন, চার্টার সেক্রেটারি রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন, ট্রেজারার সাইফুল ইসলাম খান, ডিরেক্টর (ইয়াং ডেভেলপমেন্ট) মিজানুল করিম, ডিরেক্টর (হাংগার প্রোগ্রাম) রিদোয়ান শরিফ, ডিরেক্টর (ডায়াবেটিস প্রোগ্রাম) হুমায়ুন কবির, ডিরেক্টর (স্পেশাল অপারেশন) সৈয়দ নুর জাহাঙ্গীর।
এ সময় চার্টার সেক্রেটারি রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন ও সার্ভিস ডিরেক্টর মোঃ সরওয়ার রোমন বলেন, রমজানের শুরুতে শহরের সকল মসজিদের ঈমাম মোয়াজ্জিনকে ইফতার সামগ্রী দেওয়ার মাধ্যমে লায়ন ক্লাব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী ঈদে ও কক্সবাজারের ৫০০ সুবিধা বঞ্চিত শিশু দেরকে নতুন ঈদের জামা বিতরণ করা হয়।
এককভাবে ১০০ জনকে সরওয়ার রোমন ইফতার সামগ্রী বিতরন করেন। এভাবেই লায়ন ক্লাব গণমানুষের জন্য কাজ করে যাবে বলে জানান সার্ভিস ডিরেক্টর মোঃ সরওয়ার রোমন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.