ঈদের চমক চঞ্চল-তিশার লজ্জাবতী

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ঈদুল ফিতরে  চঞ্চল চৌধুরী ও নুশরাত ইমরোজ  তিশা অভিনীত সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ লজ্জাবতী লায়লাকে নিয়ে জুলফিকারের চমক’। নাটকটি  রচনা করেছেন  মাসুম শাহরীয়ার এবং পরিচালনায় ছিলেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এই ধারাবাহিক নাটকটির শুটিং সম্পন্ন হয়।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমরা নির্লজ্জের মতো নানা অন্যায়-অনিয়মে ডুবে আছি। একমাত্র লজ্জাই আমাদের মুক্তির উপায়। লজ্জাবতী লায়লার লজ্জার কারণ চিহ্নিত হয় একটা অসুখ, সোশাল অবস্টাগ্রল সিনড্রম। তার এই লজ্জাকে ঘিরেই দ্বিতীয় কিস্তিতে আমরা আমাদের টিভি নাটকের নানা অসঙ্গতিগুলো দেখবো স্যাটায়ারের আদলে।’

নাটকে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, আশরাফুল আশিস, আইরিন আফরোজ, শাহনেওয়াজ রিপন, রাশেদ মামুন অপু, বিনোদন সাংবাদিক পান্থ আফজাল, আঁঁখি আফরোজ, জয়নাল জ্যাক, খায়রুল আলম টিপু, আহমেদ সুজন প্রমুখ।

‘লজ্জাবতী লায়লাকে নিয়ে জুলফিকারের চমক’ নাটকটি দেশ টিভির ঈদ অনুষ্ঠান মালায় প্রচার হবে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.