আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
ককসবাজারের রামু উপজেলার ইদগড় ইউনিয়ের কোদালিয়া কাটা গ্রামে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার , অস্ত্র মামলা ও ডাকাতি মামলার পরোয়ানা ভুক্ত আসামি বজল আহাং (৫০) কে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশের এ এস আই মুর্শেদ আলম সংগীয় ফোর্স।
৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় ইউনিয়নের কোদালিয়াকাটা নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বজল আহাং মৃত মনির আহাং এর পুত্র।
রামু থানাপুলিশের এ এস আই মুর্শেদ জানান গোপন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ আবুল খায়ের স্যারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত বজল আহাং এর বিরুদ্বে রামু থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা রয়েছে। যার মামলা নং ২০৪/১৬ ও ৩৮৬/১৮। উক্ত মামলায় তার বিরুদ্বে গ্রেপ্তারী পরোয়ানয়া রয়েছে।
এছাড়া দূর্ধর্ষ বজল এককালের ইদগড় গহীন বনে অস্ত্র তৈরীর প্রধান কারিগর হিসেবে পরিচিত লোক। অনেক সময় সে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র বানানোর জন্য ভাড়ায় নিয়ে যেত বলে স্থানীয় অনেকই জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.