সংবাদদাতা:
কক্সবাজার ঈদগাঁহতে তরুণ সংবাদকর্মীদের
সংগঠন ঈদগাহ রিপোর্টার্স সোসাইটি ৩য় বর্ষ পেরিয়ে ৪র্থ বর্ষে পা দিয়েছে। ২০ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে এক আধুনিক ঈদগাহ গঠনের লক্ষে এ সংগঠনের সূচনা হয়। জুমাবার (৬ ডিসেম্বর) সংগঠনের নিজস্ব কার্যালয়ে ঝাঁকজমকপূর্ণ ভাবে ৩য় বর্ষপূর্তি উদযাপন, নতুন কমিটি সেটআপ ও বিজয় দিবস উদযাপনসহ বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরফাতের সঞ্চালনায় সভাপতি মুফিজুল ইসলাম মুফির সভাপতিত্বে উন্মোক্ত অভিমত ব্যক্ত করেন সদস্য আবুহেনা সাগর, মিছবাহ উদ্দিন, সরোয়ার শিফা ও রফিকুল ইসলাম লিটন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাঁহর ব্যবসায়ী হাফেজ সাইমন অর রশিদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.