ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে জেএসসিতে ২৭ জন এ প্লাস সহ ঈর্ষণীয় সাফল্য

ককসবাজার সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন বরাবরের মতো এবারও জেএসসি’তে ২৭ জন এ প্লাস নিয়ে ঈদগাঁওতে শীর্ষস্থান ধরে রেখেছে। জানা যায়, সদ্য প্রকাশিত জেএসসি’র ফলাফলে এ বিদ্যালয় থেকে মোট ৩৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ২৭ জন এ প্লাস সহ মোট ৩৬৫ জন পাস করে, পাশের হার ৯২%। সরেজমিনে দেখা যায়, ফলাফল পাওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে উল্লাসে মেতে ওঠে। সচেতন মহলের মতে, ১৯৮৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি জেএসসি ও এসএসসি’তে ঈদগাঁওতে শীর্ষস্থান ধরে রেখেছে। এ ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পরিষদ। পাশাপাশি আগামীতে আরও ভাল ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন। জানতে চাইলে বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম আলমগীর বলেন, আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর ঈদগাঁওতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জেএসসি ও এসএসসি’তে অংশগ্রহণ করে এবং ফলাফলেও সর্বোচ্চ সংখ্যক এ প্লাসসহ শীর্ষস্থান ধরে রাখছে। তিনি এ ফলাফলের জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার এ ফলাফলকে সাধুবাদ জানিয়েছেন এবং পিএসসি ও জেএসসিতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে উক্ত বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নসহ শিক্ষা সহায়ক বিভিন্ন সুবিধা দেওয়ার ঘোষনা দেন। সূত্রে প্রকাশ উক্ত বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র সুনামের সাথে চালু আছে এবং আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্রও চালু করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন। এ ছাড়া পড়ালেখার পাশাপাশি এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ক্ষেত্রে বিভাগীয় পর্যায়েও সুনাম অর্জন করে চলেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.