ঈদগাঁতে বেপরোয়া জাহাঙ্গীর,সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি জবর-দখল চেষ্টা

বার্তা পরিবেশক:

ঈদগাঁওতে পতিত স্বৈরাচারের দোসর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। জুমাবার (২৫ অক্টোবর) বিকালে শতাধিক শসস্ত্র সন্ত্রাসী ভাড়া করে দিন দুপুরে ঘিরা-বেড়া ভেঙ্গে দিয়ে ভিটে জমি জবর দখলের চেষ্টা চালায় এ আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ঈদগাঁও থানা পুলিশের এএসআই আহসানের নেতৃত্বে একটি টিম।

ভুক্তভোগী মোহাম্মদ রশিদ জানান, ঈদগাঁও ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে ভোগদখলীয় আরএস-২৬২ দাগের ভিটে জমি জবরদখল এর চেষ্টা চালিয়েছে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। আওয়ামীলীগ সমর্থিত বিকাশ এমপি কমলের সাথে সুসম্পর্ক থাকায় তার প্রভাব খাটিয়ে মামলা-হামলা, হুমকি-ধমকি দিয়ে গত ১৫ বছর ধরে হয়রানি করে যাচ্ছে। সম্প্রতি স্বৈরাচার সরকার পথনের পরও অদৃশ্য শক্তির ইশারায় থেমে নেই আওয়ামী দোসর জাহাঙ্গীরের দাপট। তার ধারা-বাহিকতায় শতাধিক সন্ত্রাসী ভাড়া করে আমার দখলীয় ভিটে-জমিতে প্রকাশ্যে হামলা চালায়। এসময় উক্ত জমির ঘিরা-বেড়া কেটে ফেলে, রূপনকৃত ফসল নষ্ট করে দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

প্রত্যক্ষদর্শী রমিজ আহমেদ জানান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অর্ধ শতাধিক সন্ত্রাসী নিয়ে হঠাৎ ভিটে জমিতে হামলা করে, জবর-দখলের চেষ্টা চালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ইতিপূর্বে বিভিন্ন শালিশী বৈঠক অনুষ্ঠিত হলেও ক্ষমতার দাপটে সিদ্ধান্ত মেনে নেয়নি আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম। স্বৈরাচার পথনের পরও আওয়ামীলীগের এমন দাপট খুবই দুঃখজনক।

এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন, জমি জবরদখল এর খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য- বিগত ১৬ বছর আওয়ামীলীগের ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, পুলিশকে ব্যবহার করে আটক-ছাড় বাণিজ্য, গায়েবি মামলার আসামী করার নামে টাকা আদায় ও বনবিভাগের জায়গা জবর-দখল, জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে গেছেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম। সে ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দেরঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ইতিপূর্বে ধর্ষণ, বনবিভাগের জমি জবরদখলসহ একাদিক অভিযোগে মামলা ছিল।

  1. firestickdownloader বলেছেন

    I loved as much as you will receive carried out right here The sketch is tasteful your authored subject matter stylish nonetheless you command get got an edginess over that you wish be delivering the following unwell unquestionably come further formerly again as exactly the same nearly very often inside case you shield this hike

মন্তব্য করুন

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্র রিরোধী এবং উষ্কানীমূলক কোন মন্তব্য বা বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোন ধরনের আপত্তিকর মন্তব্য বা বক্তব্য সংশোধনের ক্ষমতা রাখেন।