ঈদগাঁও মাইজপাড়া-মেহের ঘোনা সড়কের বেহাল দশা

চলাচলে চরম দূর্ভোগ

এম শফিউল আলম আজাদ

কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া-মেহের ঘোনা সড়কটি দীর্ঘবছর ধরে মরন দশায় পরিনত হয়ে পড়েছে। এলাকার লোকজন প্রতিনিয়ত চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছেন।

জানা যায়, সদরের ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া-মেহের ঘোনা এলাকার যোগাযোগের প্রসিদ্ধ ও সবচেয়ে উল্লেখ যোগ্য রাস্তা। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এ কয়েকটি এলাকার প্রায় ১০/১২ হাজার লোকের বসবাস। উক্ত এলাকার লোকজন প্রতিদিন উপজেলা শহরে যাতায়াত করে অফিস আদালতসহ বিভিন্ন প্রয়োজনে। এছাড়াও এলাকার শতশত শিক্ষার্থী কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজ, ঈদগাহ ফরিদ আহামদ কলেজ, রামু কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত। মাত্র দেড় কিলোমিটারের উত্তর-মধ্যম ও দক্ষিণ মাইজ পাড়া রাস্তাটির প্রায় অর্ধ কিলোমিটার ইট বিছানো রাস্তাটি এখন পুরোপুরি কাঁদা-মাটির রাস্তায় পরিণত হয়ে পড়ে। চলতি এ বর্ষা মৌসুমে সড়কটি কাঁদাপানিতে একাকার হয়ে ভেঙে মরন দশার সৃষ্টি হয়েছে। অন্যদিকে সড়কের এ অবস্থার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। তাই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবী জানান ভুক্তভোগী এলাকাবাসী। দীর্ঘবছর ধরে রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করলেও কোন সুফল হয়নি বলে জানান এলাকার লোকজন।

মধ্যম মাইজ পাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক, ঈভিশন টিভির উপদেষ্টা সম্পাদক নুরুল হুদা জানান, ২০১৬ সাল থেকে এ যাতায়াত সড়কটি করুন দশায় পরিনত । দেখার যেন কেউ নেই। সদর আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল আবছার হতাশ কন্ঠে বলেন দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা জনবহুল এ রাস্তাটি এখনো সংস্কার হয়নি। এ রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে কয়েকটি এলার প্রায় ১০/১২ হাজার মানুষের চলাচলে চরম দূর্ভোগ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.