ঈদগাঁও প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ 

মোঃ কাউছার ঊদ্দীন শরীফঃ

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ঈদগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বাজারে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।
প্রধান সড়কের শাপলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত ঈদগাঁও, ‘সবাই মিলে মাস্ক পরি, করোনা মুক্ত ঈদগাঁও গড়ি’, মাস্ক পড়ুন, সেবা নিন, করোনার নতুন ঢেউ আটকে দিন’ ‘জনসমাগম এড়িয়ে চলি, সকলে মিলে সুস্থ থাকি’— এ রকম জনসচেতনতামূলক স্লোগানে জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরামর্শ দেয়া হয়।
কর্মসূচিতে অংশ নেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সি: সহ-সভাপতি শেফাইল উদ্দিন, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম আজাদ, সহ- সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, সমাজ কল্যাণ সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলা উদ্দীন, মিডিয়া বিষয়ক সম্পাদক কাউছার উদ্দিন শরীফ, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন প্রমুখ। এ সময় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। প্রেসক্লাবের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, হোটেল নিউ স্টার এর মালিক আরিফুর রহিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপা) কক্সবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান তারেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান ও মোহাম্মদ কাইছারের সৌজন্যে এসব মাস্ক বিতরণ করা হয়। পরে বাজারের পাবলিক লাইব্রেরীতে প্রেসক্লাব নেতৃবৃন্দ স্থানীয় এক ব্যবসায়ীর সৌজন্যে ইফতারে অংশ নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.