ঈদগাঁও থানা পুলিশে চোরাই গরু উদ্ধারসহ আটক-৩

মোঃ উসমান গণি, স্টাফ রিপোর্টার

ঈদগাঁও থানা জালালাবাদ থেকে একটি চোরাই গরু উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। গতকাল ২৮ মে শুক্রবার রাত নয়টার সময় অভিযান চালিয়ে গরু চোরের সিন্ডিকেট এর মধ্যে তিনজন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

গত ২৭ মে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জালালাবাদে। এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর- ১২। বাদী জালালাবাদ মাছুয়া পাড়ার মৃত অশ্বিনী দাসের পুত্র মন্টু দাস। আটককৃতরা হচ্ছে জালালাবাদ সওদাগর পাড়ার রমজান আলীর পুত্র আব্দুর রহিম (২৫), ছাতি পাড়ার মাহবুব আলমের পুত্র শাহিন (২৪), ঈদগাঁও জাগির পাড়ার ফিরোজ আহমদের পুত্র রুহুল আমিন (২৪)। পলাতক রয়েছে বঙ্কিম বাজারের মোস্তাক আহমদ মিস্ত্রীর পুত্র মোঃ জিহাদ প্রকাশ কালু (২২)।

মামলার বাদী ও গরুর মালিক মন্টু দাস জানান, উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হবে। বকনা বাছুর গরুটি উদ্ধার করা হয়েছে রামু থানা এলাকা থেকে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, সিন্ডিকেটের পলাতক সদস্য ও অপরাপরদের ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.