ঈদগাঁওতে ভূল চিকিৎসায় রোগীর জীবন সংকটাপন্ন ! লিগ্যাল নোটিশ প্রেরন
নিজস্ব প্রতিনিধি#
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ডাক্তারের ভুল চিকিৎসায় মরজিনা আক্তার(২৩) নামের এক গৃহবধূর জীবন সংকটনাপন্ন অবস্থায়। সিজার করার সময় তলপেটে প্রশ্রাব তলী’র রগ কেটে যায়। এমতাবস্থায় রোগী’র ‘মরার উপর খরার ঘা’ অবস্থার মতো হয়।
অভিযোগ ওঠেছে, চৌফলদন্ডীর নয়না খাতুন পাড়ার নুরুন্নবি’র পুত্র মোঃ সৈকত আলী’র স্ত্রী মরজিনা, ডেলিভারী করানোর জন্যে গত ২১শে নভেম্বর ঈদগাঁও বাজারস্থ সেন্ট্রাল ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি হয়। ডাঃ তৃণা সাহা রোগী দেখে সিজার করার সিদ্ধান্ত নেই, কিন্তু সেই সিজারই কাল হয়ে দাড়ালো মরজিনা’র। অপারেশন করার সময় ভূলক্রমে প্রশ্রাবের তলীর রগ কেটে যায়। প্রচুর রক্ত ক্ষরন হয়। রোগীর অবস্থার অবনতি হলে ২৪ তারিখ সী সাইড হাসপাতালের ডাঃ আসাদুজ্জামান এর কাছে রেফার করে দেয়। তিনি রোগী দেখে, তাৎক্ষণিক রোগী’র করুন অবস্থা থেকে, পূণঃ অপারেশন করে কিছুটা স্বাভাবিক অবস্থায় আছে। রোগী বর্তমানে বাড়িতে আছে, কিন্তু প্রশ্রাব করতেছেন ব্যাগ এর মাধ্যমে।
মরজিনার পরিবার সূত্র জানায়, রোগী’র অবস্থা সংকটাপন্ন। সী সাইড হসপিটাল থেকে আনুমানিক ভাবে ডিসচার্জ করে বাড়িতে পাঠিয়েছেন কিন্তু শতভাগ সুস্থ হবেও আশা করতেছেন না।
এ ব্যপারে স্থানীয় এমইউপি কালাম জানান হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থায় লিগ্যাল নোটিশ প্রেরন করা হয়েছে।
ডাঃ তৃণা সাহার স্বামী, সেন্ট্রাল ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ রুপস পালের ফোনে দুই বার ফোন দিয়েও যোগাযোগ করা গেলো না।
প্রেসক্রিপশন এবং সরেজমিনে শারিরীক অবস্থা দেখে বুঝা যায়, ভূল চিকিৎসায় মরজিনার জীবন এখন সংকটাপন্ন !
Comments are closed.