এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডার গো-ডাউনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঈদগাঁওর কলেজ গেইটস্থ মহাসড়কের লাগোয়া আবু ছৈয়দের নতুন গ্যাস সিলিন্ডারের গো-ডাউনের ভেতর থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।
আগুন নেভাতে চেষ্টা চালায় স্থানীয় লোকজন। ঘন্টাখানেক পর রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।
এ ঘটনায় দীর্ঘক্ষণ মহাসড়কের দুই পাশে দুরপাল্লার যানবাহন আটকা পড়ে। অসংখ্য লোকজন ভীড় করে। ঘটনাস্থলে ছুটে আসেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম।
প্রত্যাক্ষদর্শী হানিফ জানান, গো-ডাউনের ভেতরে ১৫/২০টির মত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.