মোঃ রেজাউল করিম, ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজও করোনার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ৯টি বিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে আজ এ টিকা প্রদান করা হবে বলে জানান স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারি এনামুল হক। তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৮ বছর বয়সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। এর আগের বার যারা কোনো কারণে দ্বিতীয় ডোজ দিতে পারে নি। তারা ওয়াজ টিকা গ্রহণের সুযোগ পাবে। তাদেরকে ওয়াজ টিকা প্রদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের ২৩ জন স্টাফের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর অনেক শিক্ষকও উপস্থিত রয়েছেন। টিকা প্রদান উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ঈদগাঁও থানা পুলিশের এস, আই ইসমাইলসহ সংশ্লিষ্টরা। আছেন মহিলা পুলিশের দুই সদস্যও। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মিনুন নাহার জানান, প্রথমে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হক জানান, জাহানারা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের পর পর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৪
আগের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.