ঈদগাঁওতে এবার জরিমানা গুনলো ইটভাটাসহ পাঁচ ব্যবসায়ী প্রতিষ্ঠান

মোঃ কাউছার ঊদ্দীনঃ

কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওতে তদারকি অভিযান চালিয়ে ইটভাটাসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাসস্টেন্ড ও খোদাইবাড়ী এলাকায় এঅভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে ঈদগাঁও থানা পুলিশের সহযোগিতায় ইটের পরিমাপের ক্ষেত্রে BDS 208: 2009 অনুসরণ না করে পরিমাপে কারচুপি করার অপরাধে খোদাইবাড়ী এলাকার দিবা ব্রীকফিল্ড ১০ হাজার, অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, অগ্নিনির্বাপক সিলিন্ডার না থাকা, মেয়াদোত্তীর্ণ বিস্ফোরক সনদ রাখার অপরাধে জসিম ট্রেডার্স ২,৫শ, মূল্য তালিকা না রাখা, পন্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত মূল্যে খেজুর বিক্রি করার অপরাধে ঈদগাঁও বাসস্টেন্ডের সুজন স্টোর ৩,হাজার মূল্য তালিকা না রাখা, পন্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত মূল্যে ছোলা ও চিনি বিক্রি করার অপরাধে ইসলাম স্টোর ৩,হাজার এবং মূল্য তালিকা না রাখার অপরাধে সাঈদ স্টোরকে ১,৫শ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়
এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে প্রচারনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানিয়েছেন ,জনস্বার্থে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.