ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ কারবারি আটক

ইমাম খাইর:
টেকনাফে ১৪ হাজার ইয়াবা, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (মাদক) ও প্রাইভেটকারসহ ওসমান গনি (২৩) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৮ মে বেলা ১টার দিকে সদর ইউনিয়নের উত্তর লম্বরী ০২ নং ওয়ার্ডস্থ মেরিন ড্রাইভ রোড থেকে তাকে আটক করা হয়।

আটক ওসমান গনি টেকনাফ সদরের ৬ নং ওয়ার্ডের মধ্য গোদার বিল এলাকার মোঃ রফিকের ছেলে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। তিনি জানান, উদ্ধার ক্রিস্টাল মেথের অনুমান মূল্য ১৫ লক্ষ টাকা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.