ইসি গঠন ইস্যুকে বিতর্কিত করার কিছু নেই : নাসিম

ওয়ান নিউজঃ নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়টি বিতর্কিত করার কিছু নেই বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সস্টিটিউট প্রাঙ্গণে এক মিলাদ মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, সংবিধান অনুযায়ী ইসি গঠনের ক্ষমতা রাষ্ট্রপতির। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা দরকার রাষ্ট্রপতি তাই করবেন। সেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।

এর আগে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন যে, আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.