‘ইসি আগের চেয়ে বেশি ক্ষমতা নিয়ে কাজ করবে’

ওয়ান নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় সকল প্রকার সংস্কার, গুণগত পরিবর্তন ও আইনগত পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে। নির্বাচন কমিশন (ইসি) আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অধিক ক্ষমতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে পারবে।

প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সুচিন্তিত সিদ্ধান্তের প্রতি তার অবিচল আস্থা ব্যক্ত করে বলেন, নতুন কমিশন সবোর্চ্চ স্বাধীন ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেন, তার সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী ভবিষ্যতে দেশের সংবিধানের আলোকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনার নিয়োগের জন্য একটি আইন প্রণয়নেরও পরামর্শ দেন।

তিনি বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রক্রিয়া রাতারাতি হয়নি, এর রয়েছে দীর্ঘ ইতিহাস এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণকে দীর্ঘপথ পাড়ি দিতে হয়েছে। এই ব্যবস্থা কার্যকর করতে অনেক রক্ত দিতে হয়েছে।

প্রধানমন্ত্রী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সময়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) প্রণয়ন করা এবং এই আইনের অধিনে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই আরপিও প্রণয়নের পর দীর্ঘ সময়ে মাত্র কয়েকটি অধ্যাদেশ/আইন প্রণীত হয়েছে। এ সকল আইন/অধ্যাদেশের অধিকাংশই আওয়ামী লীগের ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে হয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত ৩২ টির বেশি অধ্যাদেশ ও আইন প্রণীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন কমিশনের মতো বাংলাদেশের নির্বাচন কমিশনও অধিক শক্তিশালী। একটি কার্যকর সংস্থা হিসাবে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা এবং আইনগত কর্তৃত্ব রয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। যা ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পযন্ত অব্যাহত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের কঠোর আন্দোলনে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার হয়। তিনি বলেন, আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করে দেখি, তাহলে দেখতে পাব, বেগম খালেদা জিয়া এবং তার পূর্ববর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেটেড করেছে। নির্বাচন কমিশন আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অধিক ক্ষমতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে পারবে।

প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে নির্বাচনের সময়ে রাজনৈতিক দলগুলোর এজেন্টদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দেয়ার সময়ে অবশ্যই সতর্ক হতে হবে। সূত্র : বাসস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.