ইসিতে আপিলের শেষ দিন আজ, দু’দিনে আপিল ৩১৬ জনের

ওয়ান নিউজ ডেক্স: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শেষদিন আজ বুধবার।

২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এরপরে গত সোমবার থেকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনে মঙ্গলবার আপিল করেন ২৩৪ জন। আর প্রথম দিনে সোমবার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন ৮২ জন। সব মিলিয়ে দুই দিনে আপিলকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জন।

আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। এ কারণে ইতোমধ্যে নির্বাচন ভবনের ১১ তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

এক শতাংশ ভোটার না থাকা, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণ খেলাপি, দণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.