ইসলামিক ফাউন্ডেশন এখন রাজনৈতিক দলের অফিস!!!

নেজাম উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় বিশেষ রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইফার অফিসেই করা হয় নীতি নির্ধারনী সভা। সরকারী এই অফিসে চলে নিয়মিত অাড্ডা। শুধু দিনের বেলায় নয়, অনেক সময় রাতেও চলে দলীয় কর্মকান্ড। আর এসব সভায় খোদ ইফার কর্মকর্তারা অংশ গ্রহণ করে থাকেন। সরকারের পক্ষ থেকে বাসা ভাড়াসহ অন্যান্য সুবিধা ভোগ করলেও টাকা বাঁচাতে অফিসে থেকে যান উপপরিচালক খাজা আহমদ মিয়াজী। উপপরিচালকের নেতৃত্বে সরওয়ার অাকবর, সহকারি পরিচালক,ইফা, শাহাদত হোসেন, সিরাজুল ইসলাম ছিদ্দিকী, সালাহ উদ্দিন মোতালেখ এরা বিভিন্ন নামে-বেনামে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ ব্যাপারে বিভিন্ন সময়ে অভিযোগ করা হলেও তাদের অনৈতিক কর্মকান্ড বন্ধ করা হয়নি। অভিযোগ আছে, উপপরিচালক খাজা আহমদ মিয়াজী  তার থাকা, খাওয়া, গোসল সব কিছু চলে অফিসে। এ সুবাধে এখানে গোপন মিটিংও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সব মিলিয়ে সরকারী এই অফিসটি অনিরাপদ ভাবছেন আশপাশের অন্যান্য ভাড়াটিয়ারা। তারা কার্যালয়টি গোয়েন্দা নজরদারীর আওতায় আনা দরকার মনে করছেন। গোপন সংবাদে জানা যায় গত বছর এই বিল্ড়িং হতে পুলিশ আটজন রোহিঙ্গা আটক করেছিল, সচেতন মহল মনে করেন এই ইসলামিক ফাউন্ড়েশন এর ব্যানারে পরিচালকের তত্তাবধানে রাষ্ট্রদ্রোহিতার কাজ হচ্ছে তা না হলে সরকারি একটা প্রতিষ্টানে এমন সন্দেহভাজন ভাবে কোন অনুষ্টান করে না এবং এথেকে নিয়মিত ভাড়া বা বিভিন্ন্ সুযোগ সুবিধা গ্রহন করে বলে জানা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.