ইসলামপুরে লবণচাষীকে কুপিয়ে জখমের ঘটনায় আটক -২
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর উত্তর নাপিতখালী এলাকায় মোস্তাক আহমদ নামের এক লবণচাষীকে পিটিয়ে-কুপিয়ে জখম করার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ২০ ফ্রেরুয়ারী রাত আনুমানিক চারটার দিকে তদন্ত কেন্দ্রের এস আই শাহাজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইসলামপুর নাপিত খালীস্থ নিজবাড়ী থেকে এ ঘটনায় এজাহার নামীয় আসামী মৃত আনু মিয়ার পূত্র মনজুর আলম ও তার পূত্র আবু মোস্তাকিন তাহসিনকে আটক করে তদন্ত কেন্দ্র নিয়ে আসে। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কর্মকতার সাথে কথা হলে তিনি উপরোক্ত ঘটনায় পিতা পূত্রকে আটক করার সত্যতা নিশ্চিত করেন। এদিকে ১৯ ফেব্রুয়ারী বিকাল ৩ টার দিকে কৈলাশঘোনাস্থ লবণ মাঠে ঘটনা ঘটে। আহত মোস্তাক আহমদ ঐ এলাকার মরহুম হাজি ইসলাম আহমদের পূত্র বলে জানা যায়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত চিকিংসা সেবা চলছে। জানা যায়,প্রতিদিনের মতো তিনি লবণ মাঠে কাজ করছিলেন। হঠাৎ একই এলাকার মনজুর আলম, তার ছেলে আবু মোস্তাকিম তাসিনসহ ৬/৭ জন কাজ না করে চলে যেতে বলে ধাক্কা দেয়। এরপর তাদের হাতে থাকা দা, লোহার রড দিয়ে আঘাত করে। তাতে মেস্তাকের মাথা, হাত ও পায়ে মারাত্নক জখম হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। অন্যদিকে আহতের ছোট ভাই এডভোকেট জসিম উদ্দিন জানান, তাদের পারিবারিক কিছু জমি নিয়ে আদালতে মামলা চলছে। স্থানীয় পরিষদও এ বিষয়ে কোন সুরাহা করতে পারেনি। পরিষদ বলেছে, আদালতে বিচারাধীন বিষয়ে তাদের হস্তক্ষেপের সুযোগ নেই। তাতে ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনাটি ঘটানো হয় বলে অভিযোগ আহত মোস্তাক আহমদের স্বজনদের।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.