নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের ঈদগাও উপজেলায় ইসলামপুরের নতুন অফিস পাড়ায় পাহাড় কর্তনকালে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ। এতে জড়িত কেউ আটক হয়নি।
শনিবার(২১আগষ্ট) বিকেল ৪টার দিকে এই অভিযান চালানো হয়। পাহাড়কর্তনে অভিযুক্ত লায়লা বেগম ও তার শ্রমিকেরা পালিয়ে গেছ্।ে
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফারুক বাবুল । তিনি জানান, পাহাড় কাটার অভিযোগ পেয়ে লায়লা বেগম নামের জৈনক মহিলা বসতভিটায় অভিযান চালানো হয়। দেখা যায় কিছু শ্রমিক কাজ করছিল।অভিযানকারী বনমকর্মীদের দেখে তারা পালিয়ে যায়।। ঘটনাস্থল থেকে ট্রলি, বেলছাসহ পাহাড় কাটার বিভিন্ন প্রকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এব্যাপারে লায়লা বেগমসহ জড়িতদের বিরোদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে , লায়লা বেগম বনবিভাগের জায়গায় ঘর করে বসবাস করে আসছিল। পরবর্তীতে আশপাশের পাহাড় কেটে বাড়ির উঠানসহ তার ভিটেবাড়ি বড় করছিল। এদিকে পাহাড় কাটার মাটি কেটে পাশের সড়কে ফেলার কারণে স্থানীয়দের যাতায়াতের সমস্যাও হচ্ছিল বলে জানা গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.