ইলেক্ট্রোরাল কলেজ ভোটে জয় পেয়েছেন ট্রাম্প

ওয়ান নিউজ ডেক্সঃ মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে ইলেক্ট্রোরাল কলেজ।

এর আগে গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের মাধ্যমে আমেরিকানরা নিশ্চিত হয়ে গিয়েছিল হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন।

ট্রাম্প পপুলার ভোটে জয় লাভ না করলেও ওয়াশিংটনসহ ৫০ টি রাজ্যে ইলেক্ট্রোরাল কলেজ ভোটে জয় পেয়েছেন।

সোমবার ৫৩৮ টি রাজ্যে ইলেক্ট্রোরাল ভোট গণনা শেষে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করেছে ইলেক্ট্রোরাল কলেজ ।

ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রায় ২ দশমিক ৯ মিলিয়ন পপুলার ভোটে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পর্যাপ্ত ইলেক্ট্রোরাল কলেজ ভোট পাওয়ায় ট্রাম্প ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ইলেক্ট্রোরাল ভোটে ট্রাম্প পেয়েছেন ৩০৬ টি ইলেক্ট্রোরাল কলেজ ভোট এবং হিলারি পেয়েছেন ২৩২ টি। যদিও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য দরকার ছিল মোট ২৭০ টি ইলেক্ট্রোরাল কলেজ ভোট।

ট্রাম্প ব্যাপক ব্যবধানে হিলারিকে পরাজিত করে নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এবারের মার্কিন নির্বাচন মার্কিন ইতিহাসে পঞ্চম ঘটনা যেখানে পপুলার ভোটে জয় পেয়েও একজন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হতে পারলেন না। শুধুমাত্র পপুলার ভোটে জয় পেলেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না। প্রেসিডেন্ট হওয়া নির্ভর করে ইলেক্ট্রোরাল কলেজ ভোটের উপর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.