কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের অসুস্থ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া প্রকাশ ইলিয়াছ কন্ট্রাক্টরকে গত মঙ্গলবার সন্ধ্যায় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে দেখতে যান চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।
এসময় তিনি মোঃ ইলিয়াছ মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াংয়ের সাথে যোগাযোগ করে ওইদিন তাৎক্ষণিক আ্ওয়ামী লীগ নেতাকে সাধারণ ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তরের ব্যবস্থা করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাজাহান, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম লুতু, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু প্রমুখ।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।
অবস্থার অবনতি হলে কয়দিন আগে তাকে মিশন হাসপাতালে ভর্তি করানো হয়।
২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.