ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ট্রাম্পের
ওয়ান নিউজ ডেক্সঃ ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ১৩ নাগরিক ও প্রায় ১২ কোম্পানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা বিষয়ক ভারপ্রাপ্ত প্রধান স্মিথ বলেন, সন্ত্রাসবাদে ইরানের সমর্থন এবং এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন আমাদের জন্য যেমন হুমকি তেমনি ইরানের পার্শ্ববর্তী দেশগুলো এবং আমাদের অংশীদারদের জন্যও বড় হুমকির।
এর আগে ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছিলেন, ইরান আগুন নিয়ে খেলছে, তারা বুঝতে পারছে না বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন। কিন্তু আমি তেমনটা নই।
এর জবাবে ইরান বলেছিল, একজন অনভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এরকম অনর্থক হুমকিতে তারা নতি স্বীকার করবে না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.