ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

মোঃ নেজাম উদ্দিন,কক্সাবাজার,

কক্সবাজারে শিক্ষার মান দিন দিন অগ্রসর করতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। এরই মাঝে আমরা কক্সবাজারবাসির অভিভাবকদের কাছে পৌছে দিতে পেরেছি এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান । তাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে । কারন আমার এই প্রতিষ্ঠানকে এইভাবে সাজিয়েছি। আজকে এই প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট করে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করছে।আগামীতে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আরো বেশকিছু সুবিধার কথা চিন্তা করছি। এমনকি যারা অসহায় তাদের বিভিন্ন মাধ্যমে পড়ার সুযোগ হতে পারে।বর্তমানে ১২৬জন অসহায ছাত্র ছাত্রী শিক্ষা বৃত্তি নিয়ে অধ্যয়নরত রয়েছে। এককথায় আমার দেশের শতভাগ শিক্ষিতের হার পূরণ করতে চাই । মাননীয় প্রধানমন্ত্রীর এই আশা আমরা পূরণ করতে বদ্ধ পরিকর। কথাগুলো অনুষ্ঠানের আগে প্রতিবেদককে বলছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি।

তিনি আরো বলেন, কক্সবাজারে উচ্চ শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনতে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জেলার প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দেয়া এ প্রতিষ্ঠানটি এতদাঞ্চলের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রশংসনীয়ভাবে কাজ করে আসছে।
কিন্তু একটি বিশেষ মহল যে ষড়যন্ত্র শুরু করেছে তা প্রতিহত করে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রতিষ্ঠানটিকে কক্সবাজার তথা দেশের শীর্ষ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সে জন্য সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা চেয়েছেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড.গোলাম কিবরিয়া ভূইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট সিরাজুল মোস্তফা, ট্রাস্টি বোর্ডের সদস্য মেয়র মুজিবুর রহমান, রাজা শাহ আলম চৌধুরী। এছাড়াও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ মাস্টার সিরাজুল ইসলাম, কউক চেয়ারম্যান কর্নেল(অব.) ফোরকান আহমদ, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সাবেক পৌর মেয়ার নুরুল আবচার,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল খালেক,সিনিয়র সাংবাদিক দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, সুশীল সমাজের প্রতিনিধি ইঞ্জিনিয়ার বদিউল আলম, নঈমুল হক চৌধুরী টুটুল ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব প্রফেসর একেএম গিয়াস উদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভা সঞ্চালনা করেন ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.