ইথিওপিয়ায় ভূমিধস, নিহত ৪৮

ওয়ান নিউজ ডেক্সঃ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার পাশে আবর্জনা রাখার জায়গায় ভূমিধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। শনিবার রাতে কোশে ল্যান্ডফিলে এ দুর্ঘটনা ঘটে। রোববার যোগাযোগমন্ত্রী নেগেরি লেনচো এ তথ্য জানিয়েছেন।

লেনচো বলেন, ভূমিধসের কারণ তদন্ত করছেন কর্মকর্তারা। তিনি আরো বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ সরকার ওই এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের চেষ্টা করছিল।’ তিনি জানান, আবর্জনা থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের জন্য সরকার সেখানে একটি কারখানা নির্মাণ করছিল।

সরকারি সূত্রগুলো বলছে, এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে সব ধরনের তৎপরতা চালাচ্ছে সরকার। যেসব পরিবার আক্রান্ত হয়েছে, সরকার তাদের পুনর্বাসন করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.