ইত্যাদিতে পাঁচ চরিত্র

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ এবারের ঈদের ইত্যাদিতেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। দেশের বিশেষ করে ঢাকা শহরের বর্তমান নানা সমস্যা নিয়ে ৫ জন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলো কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় পাঁচজন অভিনয় তারকা-শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব ও জাহিদ হাসান। পর্বটি যেমন মজার তেমনি এর মধ্যদিয়ে উঠে এসেছে অনেক সমাজচিত্র ও সামাজিক অসঙ্গতি। ফাগুন অডিও ভিশন জানায়, এই পর্বটিও এবারের ঈদের ইত্যাদির অন্যতম আকর্ষণীয় একটি পর্ব হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.