আ. লীগ নেতা রশিদীর মৃত্যুতে কাদেরের শোক
ওয়ান নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিবৃতিতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর রশিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে তিনি মরহুম আব্দুস শুক্কুর রশিদীর রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আব্দুস শুক্কুর রশিদী আজ সকাল ৯টা ৪৫ মিনিটে লোহাগাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, সাত ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি-নাতনি, সহকর্মী, শুভাকাঙ্খী রেখে গেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.