আ.লীগ আইনের শাসন মানে না : রিজভী
ওয়ান নিউজ ডেক্সঃ আওয়ামী লীগ আইনের শাসন মানে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগ আইনের শাসন বন্ধ করে দুর্নীতি করছে।
সোমবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে এ সব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ চাচ্ছে এক দল, এক দেশ, এক নেত্রী, এক বাকশাল। আওয়ামী লীগ জোর করে আদালতের রায় পাল্টে দিতে চাচ্ছে। এটা হতে পারে না। তারা (আওয়ামী লীগ) কী চায়? গণতন্ত্র ধ্বংস করে দিতে চায়? একদলীয় শাসন কয়েম করতে চায়?
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.