আসছে ‘শূন্য’
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ‘শূন্য’ সেন্সর পেয়েছিল জানুয়ারিতে। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি এবার মুক্তির মিছিলে। নির্মাতা পরিবর্তন ডটকমকে জানালেন, ২৪ মার্চ সারাদেশে মুক্তি পাবে।
সামাজিক গল্পে নির্মিত ‘শূন্য’র প্রধান চরিত্রে আছেন নবাগত তুরাজ খান ও ‘বাপজানের বায়স্কোপ’-খ্যাত সানজিদা তন্ময়। আরো অভিনয় করেছেন ওমর সানি, রেসি, অরুণা বিশ্বাস, ড. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান প্রমুখ।
‘শূন্য’র মাধ্যমে প্রায় দুই বছর পর আবারো বড়পর্দায় ফিরছেন রেসি। তিনি বলেন, ‘পারিবারিক কারণে অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। ছবির গল্পটা অনেক সুন্দর ও পারিবারিক ঘরানার। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’
ছবিতে আইটেম গানসহ মোট পাঁচটি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, কিশোর ও পুলক। ‘শূন্য’ প্রযোজনা করেছে জোহা মাল্টিমিডিয়া।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.