আলুর বস্তায় মিললো ২০ হাজার ইয়াবা, তিন কারবারি আটক

ইমাম খাইর# 
আলুর বস্তায় ভরে অভিনব কৌশলে পাচারকালে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

তারা হলেন-টেকনাফ সদরের মিঠাপানিরছড়া এলাকার মৃত হোছন আহম্মদের ছেলে নছর উল্লাহ, মৃত রমিদুল্লাহর ছেলে মোঃ নাঈমুল্লাহ এবং নুরু সালামের ছেলে মোঃ শফিক।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পুর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক।

তিনি জানান, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক পাচার রোধ এবং জড়িত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.