আ’লীগ ভারত প্রীতিতেও নেই, ভীতিতেও নেই: কাদের

ওয়ান নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ভারত প্রীতিতেও নেই, ভীতিতেও নেই। ভারত দুঃসময়ের বন্ধু আমাদের, বাংলাদেশের স্বার্থে এই বন্ধুত্ব থাকবে। জনগণ চাইলে ভারতের সাথে বন্ধুত্ব থাকবে। জনগণ না চাইলে তাদের সাথে বন্ধুত্ব থাকবে না। রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগের সমাবেশে  তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি নালিশের ভাঙা রেকর্ড বাজায়। এখন প্রতিদিন একটি ভাঙা রেকর্ড বাজাচ্ছে। সেটা হল ভারত বিদ্বেষ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এখনো ভারত যাননি। যাওয়ার আলোচনা চলছে, আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তার আগেই ঐ ভাঙা রেকর্ড এখন বাজানো শুরু হয়েছে।

সরকারের এই মন্ত্রী বললেন, ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক। কোন চুক্তি হলে পারস্পরিক স্বার্থে ও জাতীয় স্বার্থেই তা হবে। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা জীবন থাকতে কোনো চুক্তি করবে না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.