আ,লীগ নেতা জাহেদ হোসেনের জানাযা সম্পন্ন
ওয়ান নিউজঃ সাবরাংয়ের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহেদ হোসেন আজ মঙ্গলবার বেলা ২টায় সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন দল-মত, শ্রেনী-পেশার ১৫ পনের হাজারো জনতা তার জানাযায় অংশ গ্রহন করেন।
জানাযা পূর্ব বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সহ – সভাপতি রেজাউল করিম, সাংসদ আব্দুর রহমান বদি, সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মো: শফিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল কালাম ও মরহুমের ছোট ভাই সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।
জানাযায় অংশ নেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো: ইয়াহিয়া, রামু উপজেলা অালীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবু, জেলা যুবলীগ সহ-সভাপতি সোহেল আহমদ বাহাদুর, বিএনপি নেতা সুলতান আহমদ বিএ, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, হাবিবুর রহমান, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক নুরুল বশর, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ, পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক মো: আলম বাহাদুর, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি এবিএম আবুল হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না সহ আওয়ামীলীগ-বিএনপি দলীয় নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারন, আলেম ওলামা এতে অংশগ্রহন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.