আর্থিক প্রতিষ্ঠানগুলো দিনে ৪ ঘণ্টা খোলা

‘সর্বাত্মক লকডাউনে’

নিজস্ব প্রতিবেদকঃ ‘সর্বাত্মক লকডাউনে’ আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন হবে সীমিত পরিসরে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একটি আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ দুটি শাখা খোলা রাখতে পারবে। যার একটি ঢাকায় ও অন্যটি হতে হবে ঢাকার বাইরে।

বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর বরাবর পাঠিয়েছে।

‘সর্বাত্মক লকডাউন’ শুরুর পর থেকে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হচ্ছে। আর খোলা থাকছে দুপুর আড়াইটা পর্যন্ত। ব্যাংকগুলোর সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং অন্যক্ষেত্রে প্রতি ২ কিলোমিটারে একটি শাখা খোলা রাখতে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো নিজ বিবেচনায় সম্পন্ন করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে এতে বলা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.