আরেকটি স্নায়ুযুদ্ধের শঙ্কা জাতিসংঘের

ওয়ান নিউজ ডেক্সঃ বিশ্বব্যাপী কূটনীতিক বহিষ্কারের প্রতিযোগিতার দরুন আরেকটি স্নায়ুযুদ্ধের আশঙ্কা করছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিয় গুতেরেস। সম্প্রতি যুক্তরাষ্ট্র- রাশিয়ার কূটনীতিক বহিষ্কারের প্রতিশোধ নিতে রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করে দূতাবাস বন্ধ করে দেয়ার পর গুতেরেস এ আশঙ্কা প্রকাশ করলেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘সাবেক রুশ গুপ্তচর হত্যা চেষ্টা নিয়ে পশ্চিমাদের প্রতিক্রিয়া আমাদের নতুন একটি স্নায়ুযুদ্ধের দিকে ধাবিত করছে। আমরা আগের অভিজ্ঞতা থেকে এমন পরিস্থিতি তৈরির জন্য পাল্টাপাল্টি কঠোর প্রতিক্রিয়াকেই দায়ী করছি।’

তিনি আরো বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক বহিষ্কারের পর তাদের মধ্যে যোগাযোগের আর কোনও মাধ্যম অবশিষ্ট রইল না। তাই একটি স্নায়ুযুদ্ধ ঠেকানোর কোনও সুযোগ আছে বলে মনে করনি না।

‘আমি মনে করি, তারা একটি কঠিন পরিস্থিতি তৈরির আগেই সতর্কতা অবলম্বন করতে পারে, যা তাদের মাঝে উত্তেজনা প্রশমন করতে সক্ষম হবে ও যুদ্ধ না বাধার নিশ্চয়তা দিবে।’ -বলেন জাতিসংঘ মহাসচিব।

উল্লেখ্য, ৪ মার্চ লন্ডনের স্যালিবুড়িতে রুশগুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট হামলার জেরে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের বৃহত্তম সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর প্রায় সবাই রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। এখন পাল্টা জবাব হিসেবে রাশিয়া তাদের দেশ থেকে ঐসব রাষ্ট্রের সকল কূটনীতিকদের বহিষ্কার করতে শুরু করেছে। এমন পরিস্থিতি যেকোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারণা। -সংবাদমাধ্যম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.