আরও বড় দায়িত্ব পেলেন মাশরাফি

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ  বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পেলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এখন থেকে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরণের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘দেশের সাধারণ মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিকাশের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বিকাশ শুধু মানুষের দৈনন্দিন বা জরুরি প্রয়োজনেই পাশে থাকছে তা নয় বরং স্বাস্থ্যসেবা এবং শিশু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘মাশরাফি শুধু খেলার মাঠেই সফল নয়, বরং একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি লাখ লাখ বাংলাদেশির কাছে একজন আইকন। তার সততা, আবেগ, বিনয় এবং হার না মানা সংকল্প দেশবাসীকে আর্থিক সেবা প্রদানে বিকাশের প্রতিশ্রুতি ও মূল্যবোধের সঙ্গে চমৎকারভাবে মিলে যায়।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.