ওয়ান নিউজঃ আমার সহজ সরল বক্তব্য কাটপিস করা করে সাংবাদিকদের যার যেমন ইচ্ছা তেমন প্রকাশ করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইলিয়াস আলীকে সামনে রেখে হঠাৎকরে কেন আমাকে টার্গেট করা হলো আমি জানি না।
রোববার বিকেল তিনটায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি গতকাল ইলিয়াস আলির গুমের বিষয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দেন এভাবে।
তিনি বলেন, গতকাল সরকারকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন এবং কয়েকটি সংবাদমাধ্যম তা বিকৃত করেছে। এর জন্য তিনি ও বিএনপির কোনো দায় নেই।
আব্বাস বলেন, ‘আমি যা বলেছি, ঠিকই বলেছি। আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। একটি গণমাধ্যম লিখেছে যে, ৬ ঘণ্টা পর আব্বাসের ইউটার্ন। মির্জা আব্বাস ইউটার্ন করে না। যা বলেছি, ঠিক বলেছি।’
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলিয়াস আলি গুমের পেছনে সরকার নেই- এমন মন্তব্য তিনি করেন নাই।
সংবাদ সম্মেলনে তাকে বিব্রতকর প্রশ্ন না করার অনুরোধ জানান তিনি।
এ সময় মির্জা আব্বাসের বাসায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.