আবারো  বন্যায় প্লাবিত কক্সবাজার জেলা,

ষ্টাফ রিপোর্টারঃ
প্রবল বৃষ্টিতে কক্সবাজার জেলার অধিকাংশ এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে জেলা সদর, চকরিয়া, পেকুয়া, রামু ও ঈদগাঁওসহ জেলার অধিকাংশ এলাকার নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ।

মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ।

চকরিয়া-মহেশখালী সড়কের চকরিয়ার বাটাখালী পয়েন্টে সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।

রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চিরিঙ্গা-কাকারা-মাঝেরফাঁড়ি সড়কের প্রপার কাকারা পয়েন্টের সড়কের বিশাল অংশ নদীতে তলিয়ে গেছে। এসব সড়কের ওপর দিয়ে লোকজন নৌকায় করে যাতায়াত করছে।

চকরিয়ায় মাতামুহুরীর নদীর উভয়পাশে উপজেলার অন্তত ১৭টি ইউনিয়ন ডুবে গেছে। এতে অন্তত দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বাঁকখালী নদীর উভয়পাশে রামু উপজেলার অন্তত ৭টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সদর উপজেলার অন্তত ৭টি ইউনিয়নে ব্যাপক বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পেকুয়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এসব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে বন্যাকবলিত মানুষ।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সবাই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বন্যা কবলিত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাবার পরামর্শ দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.