আবারো কারাগারে সাবেক ডিসি রুহুল আমিন
ওয়ান নিউজঃ অনিয়ম-দুর্নীতির অভিযোগের মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন এর জামিন আবেদন আবারো না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. তৌফিক আজিজ এ আদেশ প্রদান করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি পাবলিক প্রসিকিউসর মো. ইকবাল রশিদ আমিন।
এর আগেও হাইকোর্টের আপিল বিভাগ কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনের জামিন বাতিল করেন। এরপর তিনি গত ২২ মে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছিলেন। পরে এক মাসের মাথায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে বের হন।
পরে গত ১০ জুলাই উচ্চ আদালত তার জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন বলে জানান এপিপি ইকবাল রশিদ আমিন।
তিনি বলেন, মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে অর্থ আত্মসাতের মামলায় সাবেক ডিসি রুহুল আমিন এর জামিন গত ১০ জুলাই উচ্চ আদালত বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
“ এর প্রেক্ষিতে সাবেক ডিসি রুহুল আমিন রোববার কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তৌফিক আজিজ জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। ”
মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ইকবাল রশিদ বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে চিংড়ি খাতের ক্ষতিপূরণ প্রকল্পে ভূঁয়া লোকজনের নাম দেখিয়ে ২৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান আসামী করে ২৭ জনের বিরুদ্ধে কাউছার আহামদ নামের এক ব্যক্তি কক্সবাজার জজ আদালতে মামলা করেন।
তিনি বলেন, “ মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। দীর্ঘ তদন্ত শেষে আত্মসাতের প্রমাণ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্র পেয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর রুহুল আমিন আত্মসমর্পণ করেন। ”
এপিপি ইকবাল বলেন, এরপর গত ৩ এপ্রিল কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার (এলও শাখা) সাবেক উচ্চমান সহকারী কাশেম, অ্যাড. নুর মোহাম্মদ সিকদার ও সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত ৯ মে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমকে ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় দুদক। সবশেষ সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনকেও ২২ মে কারাগারে পাঠায় আদালত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.