আবারও মার্কিন ঘাঁটি আইন আল আসাদে রকেট হামলা

অনলাইন ডেস্ক:
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার সকালে কয়েকটি রকেট আইন আল-আসাদ ঘাঁটিতে আঘাত হানে।

সাবেরিন নিউজ চ্যানেলের খবরে বলা হয়েছে, আইন আল-আসাদ ঘাঁটির সুরক্ষায় মোতায়েন করা সি-আরএএম সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-২ এসব রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
এদিকে, আরবি ভাষার কয়েকটি টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা আইন আল আসাদ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি। এর আগে, গত মঙ্গলবার ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল যে, আইন আল-আসাদ ঘাঁটিতে দুটি রকেট আঘাত হেনেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.