আনোয়ারায় পুরস্কার বিতরন সুন্দর ও আধুনিক দেশ গড়তে কোরান শিক্ষার বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি :

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা ওয়াহেদ আলী ফোরকানীয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে মাদ্রাসার সভাপতি আরিফ আহমেদ (সনি) এর সভাপতিত্বে মাদ্রাসায় দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ আলী আহমদ।

সভায় উপদেষ্টা মন্ডলী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেহেনা বেগম, মৌলানা ছৈয়দ হোসেন, হাবিবুর রহমান, মোঃ আলি এবং আন্নর আলী, এম. এ রহিম (মুন্না), তৌহিদুল আলম (শাহনুর), মৌলানা রিদুয়ানুল হক, হাফেজ মোঃ সিরাজ, আবদুল মান্নান টিটু, আবু বক্কর, শেখ মোহাম্মদ, আবদুর রাজ্জাক, এবং মোঃ সোহেল, মোঃ রাশেদুল আলম প্রমূখ।

বক্তারা বলেন, সুন্দর ও আধুনিক দেশ গড়তে কোরান শিক্ষার বিকল্প নেই। প্রধান অতিথি মাদ্রাসার উন্নয়নে সবধরনের সহযোগীতার আশ্বাস দেন।
সভা শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ আলী আহমদ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.