আনোয়ারায় আগুনে পুড়েছে ৫ বসতঘর
জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ অগ্নিকান্ডে হতদরিদ্র ৫ সহোদরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে উপজেলার উপক‚লীয় ইউনিয়ন রায়পুরের দক্ষিণ সরেঙ্গা গ্রামের ফকির আহমদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়েও যোগাযোগ ব্যবস্থা না থাকায় আনোয়ারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। তবে এ সময় স্থানীয় হাজার হাজার মানুষ এগিয়ে এসে দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান,শুক্রবার দিনগত রাত একটার দিকে দক্ষিণ সরেঙ্গা গ্রামের ফকির আহমদের বাড়ির ফজল আহমদের ঘরে আগুন ধরে যায়।
মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের ঘরে ছড়িয়ে পড়লে মৃত ফজল আহমদ,সিরাজ আহমদ,মনির আহমদ,মো.ইয়াছিন ও মো.হারুনের বসতঘর পুড়ে যায়। আগুনে একটি ছাগলসহ এসব ঘরে থাকা আসবাবপত্র,নগদ টাকা ও গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.