আজ দেশে ফিরছেন বিএনপিনেতা সালাহউদ্দিন আহমেদ

ওয়ান  নিউজঃ আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ । ট্রাভেল পাস পাওয়ায় তিনি রোববার (১১ আগস্ট) নয়াদিল্লি থেকে ঢাকায় আসছেন। র্ঘ ৯ বছর ভারত অবস্থানরত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাহউদ্দিন আহমেদকে বহনকারী ফ্লাইটটি আজ রোববার দুপুর ২টায় অবতরণের কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, সালাহউদ্দিন আহমেদ রোববার বেলা ১১টায় দিল্লি থেকে রওনা করবেন। আর দেশে পোঁছাবেন দুপুর ২টায়।

২০১৫ সালের ১১ মে থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে আছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তার আগে দেশের ভেতরেই দুই মাস নিখোঁজ ছিলেন তিনি।

দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ গভীর রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর সড়কে ৪৯/বি নম্বর বাড়ির ২/বি নম্বর ফ্ল্যাট থেকে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে দুই মাস পর পাশের দেশ ভারতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। সালাহউদ্দিনের নিখোঁজের পর সংবাদ সম্মেলন করে তার সন্ধান দাবি করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

উদ্ধারের পর তার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের দায়ে মামলা হয়। প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর ২০১৮ সালের ১৩ আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয়। ওই বছরের ২৬ অক্টোবর আদালতের রায়ে অনুপ্রবেশের দায়ে করা মামলায় নির্দোষ হিসেবে রায় পান সালাহউদ্দিন আহমেদ।

পরে আবার ভারত সরকারপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে। এ গত বছরের ২৮ ফেব্রুয়ারি ভারতের শিলংয়ের জজ কোর্টের রায়ে তিনি বেকসুর খালাস পান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.